দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে এক প্রসুতি কপালে এক চোখ বিশিষ্ট কন্যা শিশুর জন্ম দিয়েছেন। ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
জানা যায়, দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফেচিয়া গ্রামের জীবন মিয়ার স্ত্রী রেজিয়া খাতুন (২৫) শিশুটির জন্ম দেন। এটি জীবন ও রেজিয়ার দ্বিতীয় সন্তান। এ চাঞ্চল্যকর দৃশ্যটি দেখার জন্য শতশত মানুষ হাসপাতালে ভীড় জমায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির শারিরিক অবস্থা অ-স্বাভাবিক ছিল। কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে বাঁচিয়ে রাখা কঠিন হবে। শিশুটির অন্যান্য অঙ্গ স্বাভাবিক ছিল বলে ডাক্তার জানান।
