শাহ্ আলম শাহী, দিনাজপুর : কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ৩ গ্রুপের ত্রি-মূখী সংঘর্ষে দিনাজপুরে পন্ড হয়ে গেছে বিএনপি’র যৌথ কর্মী সভা। এ ঘটনায় মঞ্চ ও চেয়ার ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশী প্রহরায় সভাস্থল ত্যাগ করেছেন স্থায়ী কমিটি’র সদস্য সাবেক সেনা প্রধান লেঃ জেঃ (অবঃ) মাহবুবুর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিনুসহ বিএনপি’র কেন্দ্রীয় নেতারা। এ ঘটনায় কমপক্ষে ৩ জন আহত হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিএনপি’র জেলা কার্যালয় দখল নিয়ে পরিস্থিতি এখনও থম থমে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ব্যাপক পুলিশ মোতায়েন করেছে বিএনপি কার্যালয়ে।
স্থানীয় বিএনপি’র কোন্দল নিরসনে দিনাজপু দিনাজপুর লোকভবনে আজ শুক্রবার যৌথ কর্মী সভার আয়োজন করে জেলা বিএনপি।স্থায়ী কমিটি’র সদস্য সাবেক সেনা প্রধান লেঃ জেঃ (অবঃ) মাহবুবুর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিনু,সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া,সাবেক সংসদ সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হকসহ বিএনপি’র কেন্দ্রীয় নেতারা সভায় উপস্থিত ছিলেন সভায়। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সভায় বেলা ১২টার সময় প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক চকলেট আপা’র ছেলে ডন মামা’র সমর্থিত ও বঞ্চিত বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সভাস্থলে বিশাল মিছিলের বহর নিয়ে প্রবেশ করে। এ সময় তাদের নেতারা মঞ্চে উঠতে চাইলে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুকুর চৌধূরী গ্রুপ বাধা দেয়। এ সময় সংঘর্ষ বেধে যায়। এ সুযোগে জেলা বিএনপি’র সভাপতি লুৎফর রহমান মিন্টু গ্রুপও সংষর্ষে জড়িয়ে পড়ে। ভাংচুর করা হয় মঞ্চ ও চেয়ার। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশী প্রহরায় সভাস্থল ত্যাগ করেছেন স্থায়ী কমিটি’র সদস্য সাবেক সেনা প্রধান লেঃ জেঃ (অবঃ) মাহবুবুর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিনুসহ বিএনপি’র কেন্দ্রীয় নেতারা। এ ঘটনায় কমপক্ষে ৩ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিএনপি’র জেলা কার্যালয় দখল নিয়ে পরিস্থিতি এখনও থম থমে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ব্যাপক পুলিশ মোতায়েন করেছে বিএনপি কার্যালয়ে।
