কুমিল্লা প্রতিনিধি : ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার পৌনে ৬টার দিকে নায়েক মোঃ বাচ্চু মিয়া এর নেতৃত্বে শিবের বাজার কৃষ্ণপুর নামক এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় হুইস্কি ০৯ বোতলসহ এক মহিলা মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি-১০। আটকৃত মাদক ব্যবসায়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চকলক্ষ্মীপুর গ্রামের মৃত খলিলুর রহমানের স্ত্রী মোসা: নুরজাহান বেগম (৪০)। আটক করে তাঁকে চৌদ্দগ্রাম থানা পুলিশে সোপর্দ করা হয়। অন্য আরেকটি অভিযানে নায়েব সুবেদার মোঃ সুরুজ আলী এর নেতৃত্বে আদর্শ সদর উপজেলার আনন্দপুর নামক এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় হুইস্কি ১শ’ ৮৩ বোতল আটক করে। এছাড়াও অন্যান্য এলাকায় একাধিক অভিযান চালিয়ে ভারতীয় হুইস্কি ৬৬ বোতল, বিয়ার ৬ বোতল, গাঁজা ৪ কেজি, কেরোসিন তৈল ৯০ লিটার, চকলেট ৩শ’ টি, কিসমিস ২১ কেজি, নারিকেল তৈল ২২ বোতল এবং বাংলাদেশী গার্মেন্টস সামগ্রী ১শ’ ১৯ টি পরিত্যক্ত অবস্থায় আটক করে বিজিবি।

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুমিল্লার অধিনায়ক পরিচালক মোঃ জাকির হোসেন এ প্রতিনিধিকে জানান- কুমিল্লার সীমান্ত এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ এক মহিলা মাদক ব্যবসায়িকে আটক করতে সক্ষম হয়েছে বিজিবির সদস্যরা। আটককৃত মাদকদ্রব্য এবং মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ৫৬ হাজার ২শ’ টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টম্্স অফিসে জমা করা হয়েছে।
