শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : সুন্দরবনের শেলা নদীতে ট্যংাকার ডুবে নদ-নদী ফার্নেস ওয়েলে সয়লাব হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে শরণখোলা সুন্দরবন রক্ষা পরিষদ। সংগঠনের নেতৃবৃন্দ গভীরভাবে লক্ষ্য করেছে যে, ওই তেল সুন্দরবনের নদ-নদী ও খালসহ বিস্তির্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। ক্রমশঃ তা বিস্তৃতি ঘটছে। তাতে গাছ-পালা, বন্যপ্রানী ও মাছসহ জলজ প্রানীর মারাত্মকভাবে ক্ষতি সাধিত হবে। যা পূরন হওয়ার নয়। ফলে, সুন্দরবনের জীব-বৈচিত্র হুমকির মধ্যে পড়েছে। সুন্দরবনের মধ্য দিয়ে জাহাজ চলাচল বন্ধ ও ছড়িয়ে পড়া তেল দ্রুত অপসারনের ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছে নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সংগঠনের উপদেষ্টা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, সাংবাদিক বাবুল দাস, সভাপতি নজরুল ইসলাম আকন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম হালিম, সহ-সম্পাদক জাকির হোসেন, নির্বাহী সদস্য যথাক্রমে মাষ্টার সহিদুল ইসলাম, আবুল আসলাম তুহিন প্রমূখ।
