স্টাফ রিপোর্টার : শেরপুরের ‘সুমন সংবাদপত্র এজেন্সী’র প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিকের সপ্তম মৃত্যুবার্ষিকী ১১ ডিসেম্বর বৃহস্পতিবার। ২০০৮ সনের এইদিনে তিঁনি হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত হয়ে স্ত্রী ও ৬ সন্তান রেখে মারা যান। তাঁর মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে সদর উপজেলার পাকুড়িয়া ভাটিপাড়া গ্রামে কোরানখানি, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
