শ্যামলবাংলা ডেস্ক : কৃষিমন্ত্রী বেগম মতিয়া বলেছেন, মুক্তিযুদ্ধের শক্তি ক্ষমতায় থাকলেই কেবল সত্যিকারের স্বাধীনতা ও গণতন্ত্রের স্বাদ পাওয়া যায়। তিনি ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সাম্যবাদী দল আয়োজিত আলোচনা সভায় ওই কথা বলেন। এসময় তিনি বলেন, মানুষের পা সামনে থাকলেও ভূতের পা নাকি থাকে পেছনে। স্বাধীনতাবিরোধী ও তাদের দোসরদের পা পেছনে বলেই তারা দেশকে পেছনের দিকে নিয়ে যায়। খালেদা জিয়াকে ইঙ্গিত করে মতিয়া চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধকালে যিনি পাকিস্তানের মেহমান ছিলেন, তিনি কখনোই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেননি- সেটাও জনগণ দেখেছে।
আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে এগিয়ে নেয় বলে মন্তব্য করে তিনি বলেন, দেশের মানুষ শীতের হতাশা কাটিয়ে বসন্তের সুবাতাস নিয়ে এগিয়ে যাচ্ছে।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা এম এ গণি প্রমুখ।
