মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : দালালদের অভয়ারণ্যে পরিণত হয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নওগাঁর মহাদেবপুর শাখা। তাদের ভয়ভীতি বলে কিছু নেই। নির্ভয় ও নিঃসংকোচে এরা গ্রাহকের টাকা হাতিয়ে নিচ্ছেন। এদের উৎপাতে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে চরমভাবে। ধাপে ধাপে হয়রানী ও নাজেহাল হচ্ছেন গ্রাহকরা। সহজ-সরল গ্রাহকদের ঋণ মঞ্জুর করে দেয়ার কথায় দালালরা হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। ঋণ প্রার্থীদের অনেকেই দালালদের কাছে অর্থনৈতিকভাবে প্রতারিত হয়ে টাকা ফেরতের জন্য দ্বারে দ্বারেও ঘুরে বেড়াচ্ছেন। এ দালালদের রয়েছে শক্তিশালী এক সি-িকেট। ওই সি-িকেটের প্রধান হিসেবে আছেন উপজেলা সদরের ফাজিলপুর গ্রামের মৃত নেছার উদ্দিন মোল্লার ছেলে আঃ রহমান। তার অবৈধ খুঁটির জোর এতই শক্ত যে, কথা না শুনলে নানা অপকৌশলে ম্যানেজারকেও হেনস্থা করেন অনায়াসে। নানান অপকৌশল প্রয়োগেও ম্যানেজারকে কব্জায় আনা সম্ভব না হলে উর্দ্ধতন কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে বদলীর আদেশ করে নিতেও পারদর্শী এ সি-িকেট প্রধান। এ চক্রের উৎপাত ও খুঁটির জোরের কাছে চরম অসহায়ত্ববোধ করছেন খোদ শাখা ব্যবস্থাপক। খোঁজ নিয়ে জানা গেছে, আঃ রহমান তার দালাল সি-িকেট নিয়ে দীর্ঘ সময় ধরে ব্যাংকটিতে তাদের অবৈধ আয়ের রাস্তা খুলে নিয়েছেন। নিত্য সকালে ওঁৎ পেতে থেকে তারা রোগী ধরা দালালের মত গ্রাহক ধরেন ঋণ মঞ্জুর করানোসহ নানান সুবিধা করে দেয়ার কথায়। এ জন্য তারা গ্রাহকদের সাথে নির্দিষ্ট অংকের চুক্তির টাকা আগেই হাতিয়ে নেন। বছরের পর বছর তারা শত শত গ্রাহকের সাথে প্রতারণা করে আসছেন। তাদের উৎপাতের মাত্রা সীমা ছাড়িয়ে যাওয়ায় বর্তমান ব্যবস্থাপক আহমেদ আলী বাংকটিকে দালাল মুক্ত করার কঠোর উদ্যোগ হাতে নেয়ায় তিনি পড়েছেন ওই সি-িকেটের চরম রোষানলে। এর আগে ২০০৭ সালে তৎকালীন ব্যবস্থাপক জেড এইচ হায়দার এই সি-িকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিলে দালাল আঃ রহমান ওই ম্যানেজারের ভাড়া বাসায় প্রয়োজনের কথায় একজন মহিলা ঢুকে দিয়ে জেড এইচ হায়দারের নামে অপবাদ ছড়ানোর ভয় দেখিয়ে তাকে চরম নাজেহাল করে কব্জায় আনার চেষ্টা করেন। তাদের বিরুদ্ধে কঠোর হওয়ায় ওই আঃ রহমান একই কায়দায় বর্তমান ব্যবস্থাপক আহমেদ আলীকে নাজেহাল করতে সম্প্রতি একজন মহিলাকে ব্যাংকে এনে অপমান-অপদস্থ করার অপচেষ্টা করেন। শেষ পর্যন্ত ম্যানেজার এদিন থানা পুলিশ ডেকে ওই মহিলাকে এবং দালাল আঃ রহমানকে ব্যাংক থেকে বের করে দেন। এরই জের ধরে দালাল প্রধান আঃ রহমান ব্যাংকের রাজশাহীর সদর দফতরের জিএম (প্রশাসন) নিশিথ কুমার সাহাকে ভুল বুঝিয়ে শাখা ব্যবস্থাপক আহমেদ আলীর বদলীর আদেশ করে নেন। গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে ব্যাংক পরিচালনায় ভাল উদ্যোগ নিতে গিয়ে মিথ্যা শাস্তির শিকার হয়ে চরম অসহায়ত্ববোধ করছেন তিনি। এসব ঘটনার সত্যতা স্বীকার করে শাখা ব্যবস্থাপক আহমেদ আলী জানান, গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকটিকে ভাল লাভজনক অবস্থায় দাঁড় করাতে যে সকল উদ্যোগ গ্রহণ জরুরী তার সবই তিনি করবেন।
