নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে মাদক ব্যবসায়ী সেলিম হাসান (১৯) কে ১৫ বোতল বিদেশী মদসহ হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার দিনব্যাপী অভিযানে শেরপুর জেলার নালিতাবাড়ী গড়কান্দা বাসষ্ট্যান্ড সংলগ্ন হক রাইচ মিলের সামনে পাকা রাস্তার পাশে একজন মাদক ব্যবসায়ী এই মদ বিক্রির চেষ্টাকালে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এ, জেড, এম তৈমুর রহমান এর নেতৃত্ত্বে র্যাবের একটি আভিযানিক দল কৃষ্ণপট্টি, আনোয়ার হোসেন ছেলে সেলিম হাসান কে ১৫ (পনের) বোতল বিদেশী মদ, ০২টি মোবাইল সেট (০১টি অকেজো), ০১টি সীমকার্ড সহ গ্রেফতার করা হয়। এব্যাপারে নালিতাবাড়ী থানায় মামলা হয়েছে।
