ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ও ডুমুরিয়ার উপজেলার টিপনা শেখবাড়ি মোড়ে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে শিশু ও মহিলাসহ ২৫জন যাত্রী আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে বেপরোয়া গতিতে একটি যাত্রীবাহী বাস যার নং জ-০৪-০০০৪ খুলনায় ফিরছিল। পথিমধ্যে ডুমুরিয়া উপজেলার টিপনা শেখবাড়ি মোড়ের কাছে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ও গাছের সাথে ধাক্কা লেগে সড়ক দুর্ঘটনা ঘটে। এতে তালা উপজেলার শিশু তুলি (৪), শ্রাবন (৭), শিলা রানী (২৫), মাধবী রানী (১৭), তুহিন মোড়ল (৩৫), ধিরাজ (২২), সুধাংশু বিশ্বাস (৪৮), সাইফুল শেখ (৪৫), ফজলুর রহমান (৪৫), সাত্তার শেখ (১৮), বিরাজ বিশ্বাস (১২), মালতিয়ার শরিফা খাতুন (১৮), রেজাউল করিম (৩৫), সাতক্ষীরার মাজিদা বেগম (৩০), আবদুল্লাহ (৫৫), ইয়াছিন মল্লিক (২০), কেশবপুরের শফিউল্লাহ শেখ (৩০), সোনাডাঙ্গার মুজিবর রহমান (৪০), সাহেবা বেগম (৩৫), মিফাউর রহমান (২০), ইকরামুল শেখ (৪৫), পাটকেলঘাটার নিজাম উদ্দিন (৩০) আহত হয়। এ সময় বাসের চালক ও তার সহযোগীরা পালিয়ে যায়। আহতরা ডুমুরিয়া হাসপাতালে ভর্তি হয়েছে। ডুমুরিয়া হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ ইউনুচ আলী জানান, আহতদের আবস্থা এখন ভাল তবে এদের মধ্যে গুরুতর ৭জনকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
