ads

বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০১৪ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইদহে খাদ্য নিরাপত্তার দাবিতে মানববন্ধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১১, ২০১৪ ৭:০০ অপরাহ্ণ
ঝিনাইদহে খাদ্য নিরাপত্তার দাবিতে মানববন্ধন

আলিফ আবেদীন গুঞ্জন, ঝিনাইদহ : ঝিনাইদহে খাদ্য নিরাপত্তার জন্য চাই কর ন্যায্যতার দাবীতে (টেক্্র জাসটিজ কেম্পেইন) র‌্যালী ও মানববন্ধন পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় বে-সরকারী উন্নয়ন সংস্থা উন্নয়ন ধারা ও স্বাধীন কৃষক সংগঠনের অফিস হতে র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষীন করে। শহর প্রদক্ষীন শেষে শহরের পোষ্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন পালিত হয়। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কৃষির স্থায়িত্বশীল উন্নয়নে কর ন্যায্যতা প্রতিষ্ঠার দাবী জানিয়েছেন ঝিনাইদহের কৃষক ও সুশীল সমাজ। একশন এইড বাংলাদেশের সহযোগিতায় খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক খানি বাংলাদেশের সদস্য সংস্থা উন্নয়ন ধারা এবং স্বাধিন কৃষক সংগঠন এ কর্মসূচির আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক কৃষিবিদ শহীদুল ইসলাম উন্নয়ন ধারার প্রকল্প সমন্বয়কারী মোঃ হায়দার আলী, কৃষিবিদ রাজু আহমেদ,কৃষিবিদ রুবেল আলী, কৃষিবিদ কৃষ্ণদাস সাহা, কৃষানী মনিরা আহমেদ,মো: আয়াতুল¬াহ,ফরিদ হুসাইন ,স্বাধীন কৃষক সংগঠনের সভাপতি কৃষক নেতা রুবায়েত হোসেন মোল¬া,আব্দুর রাজ্জাক, মওলাদ হোসেন, মোবারেক মৃধা প্রমূখ। মানববন্ধনে রং-বেরঙের ব্যানার, ফেস্টুন প্লাকার্ড নিয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষাণ-কৃষাণীবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

Shamol Bangla Ads

র‌্যালি থেকে প্রচারিত ধারণাপত্রে বলা হয় কৃষিই এদেশের অর্থনীতির মূল ভিত্তি। আজ বিদেশী কৃষি উপকরণ ও কৃষিপণ্য বাজার দখল করছে। ফলে, স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য অসম প্রতিযোগিতার মুখে পড়ে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। তবুও বিদেশী পণ্য ও বহুজাতিক কোম্পানির আগ্রাসন মোকাবিলা করে এই ক্ষুদ্র কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এ আগ্রাসন থেকে কৃষকদের রক্ষা করতে হলে বিদেশি কৃষিপণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক বাধা আরোপ করতে হবে। অন্যদিকে, দেশি-বিদেশি কোম্পানিগুলো কৃষকদের কাছে কৃষি উপকরণ বিক্রী করে বা কৃষকের উৎপাদিত পণ্য নিয়ে ব্যবসা করার ক্ষেত্রে কর রেয়াত ও কর অবকাশের সুয়োগ নিয়ে প্রচুর মুনাফা করে তা দেশের বাইরে নিয়ে যাচ্ছে। কিন্তু সরকারকে যথেষ্ট পরিমান কর দিচ্ছে না বা নানা কৌশলে কর ফাঁকি দিচ্ছে। অথচ, দরিদ্র কৃষক নিত্যপণ্য, কৃষি যন্ত্রপাতি ও উপকরণ ক্রয়ের ক্ষেত্রে ধনীদের সমান হারে মূল্য সংযোজন কর (ভ্যাট), ভূমিকর, হাট-বাজারের ইজারা ইত্যাদি নানান কর দিয়ে যাচ্ছে। বাংলাদেশের রাজস্ব আয়ের বেশিরভাগ অংশ আসে মূল্য সংযোজন কর থেকে। ফলে, উন্নয়ন বৈষম্য দিন দিন বেড়েই চলেছে। কাজেই কৃষি ও কৃষকদের অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশের কর ব্যবস্থার সংস্কার করে ন্যায্যতা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। কৃষকদের পক্ষ থেকে দেশি-বিদেশি কোম্পানি ও ব্যবসায়িদের কাছ থেকে অধিক হারে আয়কর সংগ্রহ করে এবং মূল্য সংযোজন কর কমিয়ে এনে কর আদায়ের ক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠা করা এবং কৃষি কৃষকের স্থায়িত্বশীল উন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্দি করার দাবি উত্থাপন করা হয়।

শৈলকুপায় বিনামূল্যে শেলাই মেশিন বিতরন করলেন জেলা প্রশাসক

Shamol Bangla Ads

ঝিনাইদহের শৈলকুপায় জাগরনী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে উজ্জীবিত কর্মসূচীর অতি দরিদ্র ২৫ মহিলা সদস্যকে বিনামূল্যে শেলাই মেশিন বিতরন করা হয়।
বৃহস্পতিবার বিকালে উপজেলার ৯ নং মনোহরপুর ইউনিয়ন পরিষদ ভবনে শেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ আলী প্রিন্স, ৯নং ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু প্রমুখ।

ঝিনাইদহে ‘সবজি উৎপাদন বাড়িয়ে নারীর ক্ষমতায়ন’ শীর্ষক কর্মশালা

ঝিনাইদহে সবজি উৎপাদন বাড়িয়ে নারীর ক্ষমতায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন, ইসরাত জাহান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান,সহ ৬ উপজেলার কৃষাণীরা।

ঝিনাইদহে মিয়া আব্দুল লতিফ স্মৃতি গোল্ডকাপ টুর্ণামেন্ট ২০১৪ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

ঝিনাইদহের নারিকেলবাড়িয়া আমেনা খাতুন ড্রিগ্রী কলেজ মাঠে মিয়া আব্দুল লতিফ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৪ ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল এর পৃষ্টপোষকতায় ১৪নং ঘোড়শাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন এ খেলা আয়োজন করেন । মাগুরা জেলার ধনেস্বর গাতী রাসেল স্মৃতি বনাম জেলা সদরের সৌদী প্রবাসী ফ্রেন্স ক্লাব ফুটবল টুর্ণামেন্ট খেলা শুরু হয় । খেলার প্রথময়ার্ধে কোন দলই গোল করতে পারিনি। খেলার দ্বিতীয়ার্ধে ০/৪ গোলে সৌদী প্রবাসী ফ্রেন্স ক্লাব ফুটবল টুর্ণামেন্টে বিজয় ছিনিয়ে নেন। খেলা সার্বিক ভাবে সহযোগিতা করেন পারভেজ অলিম্পিক। খেলায় সভাপতির দ্বায়িত্ব পালন করছেন গোলাম ছরোয়ার মিয়া ও সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন ইছাহাক জোয়ার্দ্দার। খেলায় রেফারী ছিলেন বাবু । ইউনুস আলীসহ খেলায় হাজার-হাজার দর্শক ও অতিথিগন খেলা উপভোগ করেন।স্থানীয় পুলিশ ক্যাম্পের পুলিশ আইনশৃংখলার সার্বিক দ্বায়িত্ব পালন করেন।

ঝিনাইদহে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

নানা আয়োজনের মধ্যদিয়ে ঝিনাইদহে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার,মানবাধিকার সংগঠন ও বেশকিছু সংস্থা এ সব কর্মসূচীর আয়োজন করে।
এ উপলক্ষে শহরের শের-এ বাংলা সড়ক ও পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে পৃথক পৃথক র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে পায়রা চত্বরে ফিরে এক মানববন্ধনে মিলিত হয়।
সে সময় বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম, পুলিশ সুপার মো: আলতাফ হোসেন, জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন ও মানবাধিকার সমন্বয়কারী অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, মানবাধিকার কমিশন জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. খোদা বখ্শ, সদর উপজেলা সাধারণ সম্পাদক জে কে মৌ চৌধুরী। পরে সদর উপজেলা মিলনায়তনে টিুপু সিকদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন,মানবাধিকার কমিশন জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. খোদা বখ্শ, মনোয়ার হোসেন,সদর উপজেলা সাধারণ সম্পাদক জে কে মৌ চৌধুরী, সদর উপজেলা শাখার সভাপতি ওয়াসিকুর রহমান,হরিনাকুন্ডু উপজেলা শাখার সভাপতি মুজিবুর রহমান,মুক্তিযোদ্ধা মিজানুর রহমান,হাফিজুর রহমান,মানিক বিশ্বাস মধু ,সাইদুর রহমান প্রমূখ। অপর দিকে এইডের বাস্তবায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে সুবিধা বঞ্চিত মানুষের অধিকার আদায় (ড্রিম) প্রকল্পের আওতায় ঝিনাইদহ প্রেসক্লাবে এক আলোচনা সভা প্রাক্তন উপধ্যক্ষ এন.এম শাহজালালের সভাপতিত্বে জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যার আব্দুল আলিম,এইডের ড্রিম প্রকল্পের সমন্বয়কারী শাহাব উদ্দীন আহমেদ, এইডের ড্রিম প্রকল্পের টেনিং এ্যান্ড ডকুমেন্টেশন অফিসার আনান্দ কুমার কর্মকার,এরিয়া ম্যানেজারনাসির উদ্দিন,এইডের ড্রিম প্রকল্পের ফিল্ডঅর্গানায়জার তৌহিদুর রহমান ডিটো,ময়না খাতুন,কৃষক নেতা অমর আলী, প্রমূখ।

ঝিনাইদহ ট্রাফিক পুলিশের অভিযানে ৭০ মোটরসাইকেলে মামলা

ঝিনাইদহ ট্রাফিক পুলিশ জেলার মহেশপুর ও কোটচাঁদপুরে অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন ৭০ টি মোটর সাইকেলে মামলা দিয়ে জব্দ করেছে। ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন এর নির্দেশে ট্রাফিক ইন্সপেক্টর সালাহ উদ্দিন’র নেতৃত্বে সার্জেন্ট মৃত্যুঞ্জয় ও গৌরাঙ্গ পাল এ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে জেলার মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা থেকে ৭০ টি লাইসেন্সবিহীন মোটর সাইকেল আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে ট্রাফিক ইন্সপেক্টর সালাহ উদ্দিন জানিয়েছেন।

ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের আহবায়ক নির্বাচিত হওয়ায় হলিধানী ইউনিয়ন যুবলীগের সংবর্ধনা

ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের আহবায়ক নির্বাচিত হওয়ায় হলিধানী ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে নুর-এ-আলম বিল্ববকে সংবর্ধনা দেওয়া হয়েছে। হলিধানী বাজারে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন যুবলীগের সভাপতি ওসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওযামী লীগ সহ-সভাপতি এ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম,সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে হলিধানী ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নুর-এ-আলম বিল্ববকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এসময় বিল্বব তার বক্তৃতায় বলেন,আজ আপনারা যেভাবে আমাকে সম্মান ও ভালবাসা দিলেন তার জন্য আমি আপনাদের কাছে কৃত্যাগ থাকবো। সেই সাথে যুবলীগ আগামী দিনে রাজপথে সব সময় সচেষ্ঠ থাকবে।

কালীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাল ও টাকা আত্মসাতের অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ বাবু জগবন্ধু সিংহ নন্দীর বিরুদ্ধে ৭৯টি মন্দিরের কল্যাণ ট্রাস্ট্রের টাকা, ডিও’র কথা বলে ২০০ করে টাকা এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বরাদ্দকৃত ১ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে জানা গেছে, চলতি বছর ৭৯টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত। এসব মন্দিরের প্রত্যেকটি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট থেকে ৪৭৫ করে বরাদ্দ আছে। কিন্তু উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ বাবু জগবন্ধু সিংহ নন্দী ৫০টি মন্দিরে ৪০০ করে টাকা প্রদান করে বাকি টাকা তিনি আত্মসাত করেছেন। এছাড়া দুর্গাপূজা উপলক্ষে প্রসাদের জন্য চাউল বরাদ্দ হয়। চলতি বছর চাউলের ডিও বিতরণের সময় তিনি প্রত্যেক মন্দির থেকে ২০০ করে টাকা হাতিয়ে নিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির কয়েকজন সদস্য জানান, ২০১৩ শ্রী কৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে জেলা প্রশাসক কর্তৃক বরাদ্দকৃত ১ মেট্রিক টন চাউল তিনি আত্মসাত করেছেন। বরাদ্দকৃত এসব অর্থ না পেয়ে কালীগঞ্জের বেশকিছু পূজা মন্দিরের সভাপতি ও সম্পাদকবৃন্দ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।২০১৩ সালের মন্দিরের জন্য বরাদ্দকৃত ১ মেট্রিক টন চালের বিষয়ে সর্বজনীন কালীবাড়ী কমিটির সভাপতি রুপক ভট্রাচার্য জানান, তারা কোন চাল পাননি।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ বাবু জগবন্ধু সিংহ নন্দী জানান, বরাদ্দকৃত চাল ও টাকা ঠিকভাবে বিতরণ করা হয়েছে। তিনি কোনো টাকা-পয়সা আত্মসাত করেননি।

কালীগঞ্জের ৩০ সদস্যের কৃষক দলের উদ্বুদ্ধকরণ ভ্রমণ

ঝিনাইদহের কালীগঞ্জের ৩০ সদস্যের কৃষক দলের উদ্বুদ্ধকরণ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী মাগুরা জেলা মসলা গবেষণা কেন্দ্র ও হটিকালচার সেন্টার পরিদর্শনের উদ্দেশ্যে তাদের এ ভ্রমণে নিয়ে যাওয়া হয়। কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ও ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্টের সহযোগিতায় এ ভ্রমণ উপজেলার ৩০ কৃষক অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আধুনিক চাষাবাদ, বীজ উৎপাদন, নতুন জাতের ফসল উৎপাদন সম্পর্কে ধারণা লাভ ও কলাকৌশল শিখনের লক্ষ্যে ৩০ কৃষকদের জ্ঞান ও দক্ষতা অর্জনের লক্ষে তাদের উদ্বুদ্ধকরণ কৃষক ভ্রমণে নেয়া হয়।
এসব কৃষকরা দিনব্যাপী মাগুরা জেলার মসলা গবেষণা কেন্দ্র ও হটিকালচার সেন্টার পরিদর্শন করে সন্ধ্যায় কালীগঞ্জে ফেরেন। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশাররফ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এমদাদুল হক প্রমুখ।

চুয়াডাঙ্গার ৪২ কৃষকের কালীগঞ্জের গুটি ইউরিয়া গ্রাম বারোপাখিয়া পরিদর্শন

ঝিনাইদহের কালীগঞ্জে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা থেকে ৪২ সদস্যের একটি কৃষক টিম গুটি ইউরিয়াখ্যাত বারোপাখিয়া গ্রাম পরিদর্শন করেছেন। গতকাল রে আইএফডিসির আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় মোটিভেশনাল মাঠ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বারোপাখিয়া গ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বারোপাখিয়া গ্রামের আদর্শ কৃষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একেএম হাসিবুল হাসান। অন্যান্যের মধ্যে রাখেন- আইএসডিসির সিনিয়র কৃষি বিশেষজ্ঞ মোঃ ইকবাল হক, আইএফডিসির ফিল্ড মনিটরিং অফিসার মোহাম্মদ হারুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান।
আলোচনা সভায় আইএফডিসির কার্যক্রম, মাঠ পরিদর্শনের উদ্দেশ্য গুটি ইউরিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কৃষি বিশেষজ্ঞ মোঃ ইকবাল হক।
আলোচনা পূর্বে কৃষকরা ৫টি গ্রুপে বিভক্ত হয়ে মাঠ পরিদর্শনের বের হন। এ সময় তারা বারোপাখিয়া গ্রামের কৃষকের গুটি ইউরিয়া রোপণকৃত শাকসবজি যেমন- ফুলকপি, বাঁধাকপি, শিম, কলা, লাউ, টমেটোসহ অন্যান্য ফসলের ক্ষেত পরিদর্শন করেন। এই গ্রামের কৃষকদের আকর্ষণীয় বিষয় ছিল পেয়ারা বাগানের সাথে সাথী ফসল হিসেবে কপি ও পেঁয়াজের চাষ।
এছাড়া মোটিভেশনাল মাঠ পরিদর্শনের সময় সেখানকার কৃষকরা কালীগঞ্জের বারোপাখিয়া গ্রামের কৃষকদের রোপণকৃত ফসলের কলাকৌশল, চাষপদ্ধতি, গুটি ইউরিয়া ব্যবহারের উপকারীতে সম্পর্কে শেয়ার করেন।
মাঠ পরিদর্শন শেষে আলমডাঙ্গার কৃষকরা কালীগঞ্জের কৃষকদের কলাকৌশল ও চাষ পদ্ধতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের এলাকায় যাতে এই পদ্ধতি নিজেরা ব্যবহার করবেন এবং অন্যদের করতে উদ্বুদ্ধ করবেন বলে অভিমত ব্যক্ত করেন। মাঠ পরিদর্শনে আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একেএম হাসিবুল হাসান তার এলাকায় অনুরূপ চাষাদের জন্য কৃষকদের যাবতীয় সহযোগিতা করবেন বলে জানান।

কালীগঞ্জে সিবিপির সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সিপিবির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের মেইন বাস টার্মিলের এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কমরেড শিবুপদ বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি ঝিনাইদহ জেলা সভাপতি এডভোকেট কমরেড মিজানুর রহমান জোয়ার্দ্দার।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট কমরেড আবুল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচী, কৃষক নেতা ফণিভুষণ রায় ও ক্ষেতমজুর নেতা সুজন বিপ¬ব বিশ্বাস।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!