ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পরীক্ষার ফি’র ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষা দিতে না পেরে উম্মে হানী নামে এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। উম্মে হানী রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ও ওই গ্রামের মুসলিম উদ্দিনের কন্যা।
জানা যায়, ৮ ডিসেম্বর সোমবার শিক্ষার্থী উম্মে হানী বার্ষিক পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে এলে ফি না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষক মোস্তাক আহম্মেদ তার পরীক্ষার খাতা কেড়ে নিয়ে বিদ্যালয় থেকে বের করে দেয়। এতে পরীক্ষা দিতে না পেরে ওই শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে উম্মে হানীকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম আবু ওবায়েদা আলী’র সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে। জেলা মাধ্যমিক অফিসার আব্দুল আজিজ ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
