ads

বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০১৪ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কৃষিতে বাংলাদেশের সফলতা বিশ্বের অন্যান্য দেশ অনুকরণ করছে : স্পিকার ড. শিরীন শারমিন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১১, ২০১৪ ১২:১৫ অপরাহ্ণ

Dr. Shirin Sharmeenআব্দুল করিম সরকার, পীরগঞ্জ (রংপুর) : জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, কৃষিতে বাংলাদেশের সফলতার বিষয়ে বিশ্বের অন্যান্য দেশ বাংলাদেশকে অনুকরণ করছে। বাংলাদেশের ১৬ কোটি মানুষের খাদ্যের চাহিদা পুরণ করে বিদেশে চাল রফতানীর চুক্তি করেছে। বর্তমান সরকারের সময় দেশের জন্য এটা একটি বড় অর্জন। কৃষিতে এ অজর্ন আমাদের দেশের কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফল।
রংপুরের পীরগঞ্জে ১০ ডিসেম্বর বুধবার দুপুরে প্রায় ৫৬ লক্ষ টাকা ব্যয়ে টুকুরিয়া ইউনিয়ন পরিষদের নব নির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক জন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার আরোও বলেন, ২০২১ সালের রুপকল্প বাস্তবায়নে কাজ করছে সরকার। স্বাধীনতার ৫০ বছর পুর্তিতে এ দেশ অনেক দুর এগিয়ে যাবে। জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার মুলমন্ত্র ছিল দুখি মানুষের মুখে হাসি ফোটানো। বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করছে ।
স্পীকার আরোও বলেন, বাংলাদেশ আজ বিশ্ব দরবারে আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে গর্ব ভরে চির মহিমায় উজ্জ্বল একটি অবস্থান তৈরী করেছে। সিপিএ চেয়ারম্যান নির্বাচিত হওয়া আন্তর্জাতিক গণতান্ত্রিক ফোরামে বাংলাদেশের বিজয়। বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে একের পর এক আরও কয়েকটি বিজয় লাভ করেছে। যেটা আমাদের জন্য বড় অর্জন, বড় গৌরবের। এখন বাংলাদেশ বিশ্বে উন্নয়নের একটি রোল মডেল। এ বিজয়ের মুলে যারা রয়েছেন তারা হচ্ছেন বাংলাদেশের জনগন। তারা তাদের শ্রম, প্রতিভা এবং পরিশ্রমকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিশ্বে একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। টুকুরিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, রংপুর জেলা আ’লীগের উপদেষ্টা খলিলুর রহমান মন্ডল, সহসভাপতি একেএম ছায়াদত হোসেন বকুল, সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, মোর্কারম হোসেন চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, উপজেলা জাপার সাধারণ সম্পাদক নুরে আলম যাদু, টুকুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আতোয়ার রহমান মন্ডল, আ’লীগ নেতা আলহাজ্ব মকবুল হোসেন সর্দার, আওয়ামীলীগ নেতা ময়নুল ইসলাম লাবলু, টুকুরিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুস সামাদ, সম্পাদক-রবিউল ইসলাম রবি প্রমুখ। তরুন সমাজের কথা উল্লেখ করে স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুন। তরুনরাই আমাদের শক্তি । তারাই আগামী দিনের প্রজন্ম এবং নেতৃত্বের কান্ডারী। এরাই হাল ধরবে। কাজেই তরুনদের জন্য সকল ধরনের শিক্ষা, তথ্য-প্রযুক্তি, কারিগরি প্রতিটি ক্ষেত্রে যথাযথ সুযোগ দিতে পারি। তাহলে তারা দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে। এর আগে স্পীকার সকাল সোয়া ১০টায় পীরগঞ্জ জেলা পরিষদ ডাকবাংলার কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার, কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের সাথে আলাদা আলাদা মত বিনিময় সভা করেন। পরে উপজেলা চত্বরে নব নির্মিত আইসিটি কাম মাধ্যমিক শিক্ষা অফিসের ভবন উদ্বোধন করে, মধ্যহ্ন ভোজের পর ঢাকার উদ্দেশ্যে পীরগঞ্জ ত্যাগ করেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!