গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ আজ চাঁপানবাবগঞ্জের রহনপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর এ এলাকা থেকে পাক সেনাদের বিতারিত করে মুক্তিসেনারা। বিজয়ের ৪৩ বছর পূর্তিতে ও রহনপুর মুক্ত দিবস উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ র্যালি ও আলোচনা সভার আয়োজন করবে। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনিসুর রহমান জানান, ১৯৭১ সালের ১১ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা গোমস্তাপুর উপজেলা সদর রহনপুরে প্রবেশ করে। এসময় রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয়ে অবস্থিত মিনি ক্যান্টেনমেন্ট থেকে পাক সেনারা রহনপুর রেল স্টেশন দিয়ে পালিয়ে যায়। অত:পর মুক্তিযোদ্ধারা পাশ্ববর্তী নাচোল উপজেলা মুক্ত করে জেলা সদর চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রওনা হয়।
