স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শেরপুরে বিভিন্ন মানবাধিকার সংস্থার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১০ ডিসেম্বর বুধবার সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘আমাদের আইন’ ও জাতীয় মানবাধিকার সোসাইটি জেলা শাখার উদ্যোগে আয়োজিত পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। দু’টি কর্মসূচিতেই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার। আমাদের আইন এর কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নাসরিন রহমান, সাধারণ সম্পাদক নুর ই আলম চঞ্চল, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব হারেজ আলী, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুর রফিক মজিদ, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের আহবায়ক এডভোকেট আরিফুর রহমান সুমন, জেলা যুব মহিলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, মুক্তিযোদ্ধা এডভোকেট নরেশ চন্দ্র দে প্রমুখ। এছাড়া মানবাধিকার সোসাইটির কর্মসূচিতে অন্যান্যের মধ্যে সংগঠনের সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী আজাদ তালুকদার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেন বক্তব্য রাখেন। মানববন্ধনে সংশ্লিষ্ট সংগঠনের নেতা-কর্মী, সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন।
