ময়মনািসংহ প্রতিনিধি : আজ ১০ ডিসেম্বর; ময়মনসিংহ মুক্তদিবস। ১৯৭১ সালের এই দিনে ময়মনসিংহ জেলা পাক-হানাদারমুক্ত হয়। ভারতীয় মিত্র বাহিনীর ব্রিগেডিয়ার সানথ সিং বাবাজী ও মুক্তিযোদ্ধা যুব শিবিরের প্রধান ধর্মমন্ত্রী আলহাজ্জ্ব অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা ময়মনসিংহ শহরে প্রবেশ করেন এবং সাকির্ট হাউজ মাঠে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন। এরপর মুক্তিকামী জনতাকে সাথে নিয়ে ময়মনসিংহ শহরে বিজয় মিছিল করেন।

এর আগে পাক-হানাদার বাহিনী ও তার দোসররা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ডাকবাংলো ও সাকির্ট হাউজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীরসহ শতাধিকস্থানে হত্যাযজ্ঞ চালায়।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও মূল্যবোধ লালনে উৎসাহিত করতে এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে পরাজিত করতে ঐক্যের এখনই সময়।
