ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চাঁনপুর গ্রামের সন্ত্রাসী ও একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জুলহাসকে গ্রেফতার করে ফেরার পথে পুলিশের ভ্যান গতিরোধ করে দুই এএসআইকে কুপিয়ে আহত করেছে দূবৃত্তরা। এসময় তারা জুলহাসকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তাদের রক্তাক্ত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তিকৃত দুই এএসআই হলেন- শাহীনুর রহমান ও রেজা নুর রহমান।
পুলিশ সুপার মঈনুল হক জানান, ১০ ডিসেম্বর বুধবার মুক্তাগাছা থানার এএসআই শাহ নুরের নেতৃত্বে ৬/৭ সদস্যের একটি দল উপজেলার ঘোঘা ইউনিয়নের চাঁনপুর গ্রামের একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জুলহাসকে ধরতে যায়।
বিকেল ৩টার দিকে বাড়ী থেকে আসামী জুলহাসকে ধরে পুলিশ ভ্যানে করে ফেরার পথে বাড়ীর পাশে বনের ভিতর স্থানীয় সন্ত্রাসী বনদস্যু বাবুলের নেতৃত্বে ২০/২৫ জন গাড়ীর গতিরোধ করে সশস্ত্র হামলা চালায়। এসময় এএসআই শাহীনুর ও রেজানুরকে কুপিয়ে রক্তাক্ত করে আসামী জুলহাসকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
