বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর বাজারের মীম-জিম এন্টার প্রাইজে টিনের চাল কেটে নগদ অর্থ সহ প্রায় ৮লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দয়ারামপুর বাজারের আলীম মার্কেটের মীম-জিম এন্টারপ প্রাইজের মালিক রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ী যান। সকালে দোকান খুলে দেখেন দোকান ঘরের টিনের চাল ও সিলিং কাটা। দোকানের ক্যাস বাক্সে থাকা নগদ ৪লক্ষ ৯৭হাজার টাকা ও সোকেসে থাকা স্যামফোনী ৪০টি, নোকিয়া ২০টি, ওয়ালটন ৩০টি মোট ৯০টি মোবাইল সেট চুরি হয়েছে বলে দাবী করেন প্রতিষ্ঠানের মালিক গোলাম মোস্তফা। পরে গোলাম মোস্তফা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় একটি চুরির মামলা করেন। বাগাতিপাড়া থানার মামলা নং-৫, তারিখ ১০-১২-১৪ইং।

এব্যাপারে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। চুরির ঘটনায় ওই প্রতিষ্ঠানের মালিক বাদী হয়ে থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বাগাতিপাড়ায় ফেনসিডিল সহ আটক ১

নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া নওদাপাড়া গ্রাম থেকে আমিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ১০ডিসেম্বর বুধবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমানা তানজিন অন্তরা বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া নওদাপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী আমিরুল ইসলামকে তার নিজবাড়ী থেকে ২০ বোতল ফেনসিডিল সহ আটক করে। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করে থানা পুলিশকে সোপর্দ করা হয়। বাগাতিপাড়া থানার মামলা নং-৪, তারিখ-১০-১২-১৪ইং। স্থানীয়রা জানান, অন্য উপজেলার বাসিন্দা পরে এখানে বাড়ী করে ওই মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন যাবত এই এলাকাতে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো।
