নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: ‘প্রতিদিনই হোক আদিবাসীদের মানবাধিকার দিবস’ এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীর বারমারী মিশন চত্ত্বরে আন্তর্জাতিক ১০ ডিসেম্বর বুধবার মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে।
এসময় আদিবাসীরা সংবিধানের ২৩ (ক) ধারায় রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতি সত্ত্বা, নৃ-গোষ্ঠি ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্টপুর্ন আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষন, উন্নয়ন ও বিকাশের দাবিতে মানব বন্ধন ও র্যালি করে। র্যালি শেষে ট্রাইভাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান (টিডব্লিউএ) মি. লুইস নেংমিনজার সভাতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পালপুরোহিত রেভারেন্ট ফাদার মনিন্দ্র এম. চিরান, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম অফিসার মারিয়া গরেত্রি ম্রং, সিডিও বিপুল জাম্বিল। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ট্রাইভালের সাধারন সম্পাদক মি. লরেন্স দ্রং, আইপিডিএসের সমন্বয়কারী মি. পিজুস বর্মণ, পিজুস রিছিল, এসিডিএফ সভাপতি মি. মনিন্দ্র চন্দ্র বর্মন, যোসেফ সাংমা, শিক্ষক শ্যামল চন্দ্র হাজং ও ইউপি সদস্য নুহেলিকা দিব্রা প্রমুখ। আইপিডিএস, এমজেএফ, টিডব্লিউএ, পপি সিডস ও আদিবাসী ক্লাস্টার উন্নয়ন ফোরাম যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
