শাহ্ আলম শাহী,দিনাজপুর : নারী শিক্ষার অগ্রদূত মহিয়সী নারী’’ বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরে অনু্িষ্ঠত হয়েছে র্যালি ও আলোচনা সভা ।

দিনাজপুর জাতীয় মহিলা সংস্থা’র আয়োজনে মঙ্গলবার সকালে জাতীয় মহিলা সংস্থা চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে সংস্থার দিনাজপুর এর চেয়ারম্যান তারিকুন বেগম লাবুন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা, দিনাজপুর এর সদস্য ছবি সিনহা, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুলু আফসার, জাতীয় মহিলা সংস্থা, জেলা মাঠ সমন্বয়কারী কায়ছার আলী মন্ডল, খাদ্য প্রক্রিয়াজাত করন এর আকতার বানু ও প্রশিক্ষনার্থী জান্নাত আরাফা নূরী।
বক্তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন এ দেশের নারী জাগরনের পথিকৃৎ। সেই সাথে তিনি ছিলেন একজন দার্শনিক, লেখিকা এবং সমাজ কর্মী। পুরুষতান্ত্রিক সমাজে নারী নির্যাতনের বিরুদ্ধে তুমুল লড়াই করেছেন তিনি। বাংলাদেশ তথা দক্ষিন এশিয়ার নারী মুক্তির ক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান চির স্মরনীয় হয়ে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা সেলিনা জামান, শহর মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক জেসমিন আরা, জাতীয় মহিলা সংস্থার জেলা কো-অর্ডিনেটর মোঃ আব্দুল হামিদ ও সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সকল ট্রেডের প্রশিক্ষনার্থীবৃন্দ।
জাতীয় মহিলা সংস্থার খাদ্য প্রক্রিয়াকরন প্রশিক্ষক নাজনীন আরা বেগম এর পরিচালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী প্রশিক্ষক শিরীন নাহার পারভীন ও গীতা পাঠ করেন মহিলা সংস্থার সদস্য ছবি সিনহা।
আলোচনা সভার শুরুতে জাতীয় মহিলা সংস্থা, দিনাজপুর কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মহিলা সংস্থার কার্যালয়ে গিয়ে শেষ করা হয়। র্যালী সংস্থার চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, প্রশিক্ষক, প্রশিক্ষনার্থীসহ সকল ট্রেডের কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়।
উল্লেখ্য, ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দর গ্রামের বিখ্যাত সাবরর পরিবারে জন্ম গ্রহন করেন এই মহিয়সী নারী এবং মৃত্যু বরন করেন ১৯৩২ সালের ৯ ডিসেম্বর।
