স্টাফ রিপোর্টার : ‘সকল অসুন্দর ও অকল্যাণকে তিরোহিত করে ছিনিয়ে আনবো নতুন সূর্যোদয়’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে শুরু হয়েছে পুলিশ সুপার কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট। শেরপুর জেলা পুলিশ এ ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করেছে।

৮ ডিসেম্বর সোমবার শহরের অষ্টমীতলা পুলিশ লাইনস মাঠে টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় পুলিশ সুপার চ্যালেঞ্জার্স একাদশ ৮ উইকেটে টাঙ্গাইল একাদশকে পরাজিত করে। সকালে টস হেরে টাঙ্গাইল একাদশ প্রথমে ব্যাট করে ১৬ দশমিক ৫ ওভারে ৫৬ রানে অলআউট হয়। জবাবে পুলিশ সুপার চ্যালেঞ্জার্স একাদশ ৬ দশমিক ২ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৭ রান তুলে জয়ী হয়। পুলিশ সুপার চ্যালেঞ্জার্সের উদ্বোধনী ব্যাটসম্যান সোহাগ ‘ম্যান অব দি ম্যাচ’ পুরস্কার লাভ করেন।
এর আগে সপ্তাহব্যাপি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মেহেদুল করিম। অনুষ্ঠানে অতিথি হিসেবে শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ হারুনুর রশিদ, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খানসহ স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্ণামেন্টে পুলিশ বাহিনী ও স্থানীয় ক্লাবের ১৬টি দল অংশগ্রহণ করছে।
