স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট মোঃ জামাল উদ্দিন (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…………রাজিউন)। ৮ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা শহরের পূর্ব শেরী এলাকার পুলিশ লাইন সংলগ্ন বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর জেলা আইনজীবী সমিতির ২নং ভবন সংলগ্ন আদালত অঙ্গণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের লাশ আইনজীবী সমিতির ভবন অঙ্গণে রাখা হয়। সেখানে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধারসহ সমিতির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পুষ্পার্ঘ দ্বারা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া তার মৃত্যুতে আইনজীবীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন।

এদিকে বাদ আসর পূর্বশেরী এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা ও জামালপুরের চরযথার্থপুর এলাকায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
তার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার গভীর শোক প্রকাশ করেছেন।
