মাগুরা : মাগুরায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত: ১০ জন আহত হয়েছে। ৮ ডিসেম্বর সোমবার সকালে মাগুরা সদর উপজেলার কালিনগর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নজরুল ইসলাম (৩৫), মানিকগঞ্জের জিল্লু (৩০) ও কুমিল্লার শাহাবুদ্দিন (৩৫)।

জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে-খুলনাগামী এস আলম পরিবহনের একটি বাসের সঙ্গে মাগুরার কালিনগর এলাকায় বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাসের ৩ যাত্রী নিহত হয়। এছাড়া ট্রাকের চালকসহ অন্তত: ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওজিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
