উসিথোয়াই মারমা, বান্দরবান : বান্দরবানের চিম্বুক সড়কের রামরী পাড়া এলাকায় একটি পর্যটকবাহী জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। ৮ ডিসেম্বর সোমবার দুপুর দুইটার দিকে পর্যটন কেন্দ্র নীলগিড়ি থেকে ফেরার পথে জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে ওই দুর্ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন ইফাত (২৩), তাহমিনা তমা (২০), মাহামুদুল হাসান (২৮)। এদের বাড়ি ঢাকার রাজেন্দ্রপুরে। আহতদের মধ্যে মাহামুদুল হাসান সেনাবাহিনীর এভিয়েশনের কর্মকর্তা।

পুিলশ ও প্রত্যক্ষদর্শী জানায়, দুই দম্পতি একটি খোলা জীপে করে পর্যটন কেন্দ্র নীলগিরি থেকে দুপুরে বান্দরবান শহরে ফিরছিল। পথে রামরী পাড়া এলাকায় জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পাহাড়ী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ফয়সাল মাহমুদ তনয় (৩৫) নামের এক পর্যটক মারা যায়। তার বাড়ি ঢাকার ধানমন্ডিতে। জীপের চালক পলাতক রয়েছে।
সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ ও কর্মবিরতি কর্মসূচি পালন

বান্দরবানে সাংবাদিক উপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মত কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিল ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। সোমবার সকাল দশটায় জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির মাধ্যমে সাংবাদিক উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে বান্দরবানে সকল প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীরা অংশ নেয়। এতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক ওসমান গণি, এটিএন বাংলার মিনারুল হক মিনার ও প্রথম আলোর বুদ্ধজ্যোতি চাকমা। হামলার দুদিন পরও অপরাধীদের গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকরা।
সম্প্রতি গোয়েন্ডা পুলিশের হাতে ধরা পড়া জঙ্গিদের সাথে জেলা আওয়ামীলীগ র্শীষ নেতাদের সম্পৃক্ত থাকার অভিযোগে সংবাদ প্রকাশ করায় বৈশাখী টিভির বান্দরবান প্রতিনিধি জহির রায়হানের উপর দুবৃত্তরা হামলা চালায়।
