চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লালব্রিজের কাছে ট্রাক এবং মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাবেক ব্যাংক কর্মকর্তা আবু সাঈদ (৬৫) নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে গোয়ালন্দ ফেরি ঘাটের কাছে তিনি মারা যান। নিহত আবু সাঈদ আলমডাঙ্গ উপজেলার যাদবপুর গ্রামের হাজী সলেমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে আবু সাঈদ যাদবপুর নিজ গ্রাম থেকে আলমআঙ্গা শহরে আসছিল। এই সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস যার ন¤॥^র কুষ্টিয়া, জ-১১০০৫ এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে আবু সাঈদ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেয়া হয়, পরে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা নেয়ার পথে গোয়ালন্দ ফেরিঘাটের নিকট পৌঁছালে তার মৃত্যু হয়।
