শ্যামলবাংলা ডেস্ক : ইয়েমেনের পশ্চিম উপকূলে অভিবাসী যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত: ৭০ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে ৭ ডিসেম্বর রবিবার রাতে ওই তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, নৌকার যাত্রীদের বেশিরভাগই ছিল আফ্রিকার দেশ ইথিওপিয়ার নাগরিক। ইয়েমেনের নিরাপত্তা কর্মীরা বলছেন, অপেক্ষাকৃত ছোটো নৌকায় করে সাগর পাড়ি দেওয়ার সময় প্রবল বাতাস ও শক্তিশালী ঢেউয়ের কারণে নৌকাডুবি হয়েছে।এই অভিবাসীরা ইয়েমেনের উত্তরে অবস্থিত দেশ সৌদি আরবে কাজের খোঁজে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এভাবে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড় হতে গিয়ে গত ১২ মাসে সমুদ্রে ডুবে অন্তত দুইশ’রও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে গত অক্টোবর মাসে জানিয়েছিল জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।
সে সময় জাতিসংঘ আরো বলেছিল, যেসব অভিবাসী অবৈধ পথে সাগর পাড়ি দেয় অনেক সময়ই তারা খারাপ আচরণ, অন্যায় ব্যবহার, নির্যাতন ও ধর্ষণের মতো সহিংস ঘটনার শিকার হয়।
