যশোর প্রতিনিধি : যশোর রেল স্টেশনের পাশ থেকে অস্ত্র ও গুলিসহ দু’যুবককে আটক করেছে পুলিশ।

কোতয়ালী থানার এসআই হিমায়েত জানান, ৭ ডিসেম্বর রবিবার সকাল ৮টার দিকে তাদের অস্ত্রসহ আটক করা হয়। এরা হলেন- শার্শার ছোটআঁচড়ার আনসার আলীর ছেলে আবদুর রশিদ (৩০) ও একই এলাকার মোরশেদ হোসেনের ছেলে বাবলু (২৮)।
রশিদের কোমর থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন এবং বাবলুর কোমর থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অস্ত্র ও গুলির মালিক বেনাপোলের গাজীপুর এলাকার নজরুল। তারা এগুলো বহন করছিল।
