স্টাফ রিপোর্টার : মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। ৭ ডিসেম্বর রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য সম্পর্কে সংশ্লিষ্টদের মৌলিক ধারণা দেওয়াই এ কর্মশালার মূল উদ্দেশ্য। জেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক যৌথ উদ্যোগে ওই কর্মশালার আয়োজন করে।

শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এম মাহমুদুল ইসলাম সিনহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ হায়দার আলী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ মুজিবুল হক, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, ব্র্যাকের স্বাস্থ্য বিষয়ক উর্ধ্বতন কর্মকর্তা বিশ্বজিৎ সরকার ও পৌর প্যানেল মেয়র কাজী মতিউর রহমান মতি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সেলিম মিয়া, ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম প্রমুখ। কর্মশালায় মা, নবজাতক ও শিশু স্বাস্থ্যের সাথে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারাসহ ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
