মাহফুজার রহমান মনু, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন উমর মজিদ ইউপি’র বালাকান্দি দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার অতিরিক্ত ফি আদায়কে কেন্দ্র করে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছে। এ ঘটনায় গতকাল ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রধান শিক্ষককের অপসারণ ও বিচারের দাবীতে মানববন্ধন, প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বালাকান্দি উচ্চ বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক মো. আব্দুল হাই দীর্ঘ ৩ বছর ধরে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব পালন করে আসছে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আতিকুর ইসলাম, নবম শ্রেণীর ছাত্রী সুমাইয়া, সপ্তম শ্রেণীর ছাত্র খালিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, স্যার দায়িত্ব পাওয়ার পর থেকে একক আধিপত্য বিস্তার করে আসছে এবং তার ইচ্ছেমত প্রতিষ্ঠান চালাতে গিয়ে তিনি আমাদের লেখা-পড়ার অনেক বিঘ্ন ঘটিয়েছেন এজন্য আমরা সুষ্ঠ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবীতে তার অপসারণসহ বিচারের দাবী জানাচ্ছি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট। এরই সূত্র ধরে চলতি ২০১৪ ইং এর বার্ষিক পরীক্ষার ফি অতিরিক্ত হারে আদায় করায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠে এবং তারা পরীক্ষা বর্জন করে। এ বিষয়ে রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক বলেন, বিষয়টি শুনেছি এবং তাৎক্ষণিকভাবে রবিবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান ওই প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মো. আবুল হাশেম সাহেবের কক্ষে দু’গ্রুপকে নিয়ে বিষয়টি মিটমাঠ করা হয়েছে। আজ সোমবার থেকে পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এডহক কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আবুল হাশেম বলেন, ঘটনাটি তাৎক্ষণিকভাবে মিমাংসা করে দেয়া হয়েছে এবং আজ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল হাইয়ের সঙ্গে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
