ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে অঞ্চলের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) গ্রাহকরা এখন থেকে ঘরে বসেই তাদের মাসিক বিল পরিশোধ করতে পারবেন। এজন্য দেশের অন্যতম শীর্ষ মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডকে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে নির্বাচিত করেছে পিডিবি।
বৃহস্পতিবার শহরের আল-বারাকাহ কমিউনিটি সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রবি ও বিদ্যুত বিভাগের কর্মকর্তাগণ এ তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিডিবি’র জেনারেল কমার্সিয়াল ম্যানেজার ইঞ্জিনিয়ার আব্দুর রউফ। বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ ও ময়মনসিংহ পিডিবি’র চিফ ইঞ্জিনিয়ার এসকে. মো. আলাউদ্দিন। এসময় রবি ও পিডিবি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ অঞ্চলের আওতায় টাঙ্গাইল, ভুঁয়াপুর, সখিপুর, ঘাটাইল, কালিহাতি, ময়মনসিংহ মেট্রো, ময়মনসিংহ (উত্তর)-১, ফুলপুর, ফুলবাড়িয়া, গৌরিপুর, মুক্তাগাছা, ঈশ্বরর্দী, হালুয়াঘাট, নেত্রকোণা, ভালুকা, ত্রিশাল, গফরগাঁও, ঝিনাইগাতী, নালিতাবাড়ি, নখলা, শ্রীবর্দী, শেরপুর, জামালপুর, সরিষাবাড়ি, কিশোরগঞ্জ, বাজিতপুর, ভৈরব বাজার, কুলিয়াচর, শিমুলকান্দি ও কিশোরগঞ্জ এলাকার পিডিবি’র গ্রাহকরা এই সুবিধা উপভোগ করতে পারবেন। পিডিবি’র ছয়টি এলাকার মধ্যে বর্তমানে রাজশাহী, কুমিল্লা ও ময়মনসিংহ এলাকায় এই সেবা প্রদান করছে রবি।
