জুবাইদুল ইসলাম, স্টাফ রিপোর্টার : শেরপুর শহরের নওহাটা মহল্লায় ফুটন্ত গোলাপ স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর শুক্রবার রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আলামিন-শাহাদাত জুটি টুটুল-সোহেল জুটিকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ওই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান। হাজী নুর মোহাম্মদের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল হাই, আজাহার আলী মাষ্টার, হাছানুর রহমান আলাল, ওয়াসিম উদ্দিন, মনোয়ার হোসেন মনু, কবি হারুনুর রশিদ, আলমগীর হোসেন বিশু, মোঃ রফিকুল ইসলাম, । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজু আহম্মেদ, দুলাল মিয়া, মনিরুজ্জামান ময়না লিচু, ফুয়াদুর রহমান আতিক প্রমুখ।
এর আগে পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান ফুটন্ত গোলাপ স্পোর্টিং ক্লাবের নতুন ঘর উদ্বোধন করেন। এসময় ক্লাবের সভাপতি আতিউর রহমান আতিক ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
