স্টাফ রিপোর্টার : দীর্ঘ এক যুগ পর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৪ ডিসেম্বর বৃহস্পতিবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় ঝিনাইগাতী পাবলিক হলে ওই সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ড. আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল ও স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক চাঁন। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এসএম আমিরুজ্জামান লেবু সম্মেলনটি পরিচালনা করেন।
ঝিনাইগাতী উপজেলার সম্মেলনের মধ্য দিয়ে শেরপুর জেলায় আওয়ামী লীগের তৃণমুল সম্মেলন শুরু হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তৃণমুলের নেতাকর্মীরা মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে সম্মেলনে যোগ দেয়।
সম্মেলনের দ্বিতীয় পর্বে অতিথিদের উপস্থিতিতে তৃণমুল কাউন্সিলরদের ভোটে এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম সভাপতি এবং এসএম আমিরুজ্জামান লেবু সাধারন সম্পাদক নির্বাচিত হন।
