হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে জমি নিয়ে দু’পক্ষের সংর্ঘষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের ১১ জনকে গ্রেফতার করেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করেছে।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানাযায়, উপজেলার রহিমপুর গ্রামের আব্দুল খালেকের ও আব্দুস সালাম গংদের মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ১ ডিসেম্বর সোমবার দুপুরে দুপক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে এক রক্তক্ষয়ী সংর্ঘষে লিপ্ত হয়। এতে উভয় কমপক্ষে ৮ জন আহত হয়েছে। গুরুতর আহতরা হলেন- হযরত আলী (৩৫), সোরহাব উদ্দিন (৩২),আব্দুস সাত্তার (৪০), মোঃ ফারুক (৩০),আব্দুল জলিলসহ (৫২)। আহতদের হোসেনপুর ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে বিপুল মিয়া (২৭),তুহিন মিয়া (২৯),খলিল (৩০),জুয়েল (২০), মোঃ ফারুক (৩০), আব্দুল জলিল (৫২) সরুজ আলী (২২),শামিম (১৮), মোঃ ছিদ্দিক মিয়া (৩৫), রেনু মিয়া (৪৮), আব্দুস ছালামকে (৬৫) গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ওসি মোঃ নান্নু মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
