শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : ‘এইচআইভি সংক্রমন ও এইডস মৃত্যু: নয় একটি আর বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীবরদীতে ১ ডিসেম্বর সোমবার সকালে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এফ এম কামরুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিয়াউল হক, স্বাস্থ্য পরিদর্শক মো. নিজাম উদ্দিন, বেসরকারী সংস্থা ব্র্যাকের শ্রীবরদী শাখার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, রেসডো কর্মকর্তা প্রীতিশ চন্দ্র শীল । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. তানিয়া আলম, ডা. সুমাইয়া রহমান, ডা. মুনমুন, ডা. আতিক ইবনে সাঈদ, ডা. প্রত্যয় রহমান প্রমূখ । বক্তারা এইড্স একটি মারাত্বক সংক্রামক রোগ এর থেকে “বাচঁতে হলে জানতে হবে, জানাতে হবে” বলে অভিমত ব্যক্ত করেন।
