স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা আইনজীবী সমিতির প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনায় কোরানখানি, মিলাদ ও দোয়া অনুষ্ঠান হয়েছে। ১ ডিসেম্বর সোমবার দুপুরে সমিতির ২নং ভবনের নবনির্মিত মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীর সভাপতিত্বে সংক্ষিপ্ত স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, প্রয়াত সদস্য এম সাহাব উদ্দিনের জেষ্ঠ পুত্র সাবেক সহ-সভাপতি এডভোকেট মোখলেসুর রহমান জীবন, প্রয়াত সদস্য ছাইফুল ইসলাম কালামের আত্মীয় এডভোকেট ছামিউল ইসলাম আতাহার, প্রয়াত সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ মনু’র জেষ্ঠ পুত্র সাকের মোঃ আব্দুল্লাহ দানা প্রমুখ। অনুষ্ঠানে জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর অন্যান্য বিচারকগণ এবং আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সম্পাদক, সিনিয়র ও জুনিয়র সদস্যসহ প্রয়াত সদস্যদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রয়াত সনাতন ধর্মাবলম্বী সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ ব্যবস্থায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানেরও আয়োজন ছিল।
