ads

মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০১৪ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জে ’৭১’র শহীদ পরিবার ও যুদ্ধাপরাধীদের নামের তালিকা প্রকাশের দাবি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২, ২০১৪ ৭:২২ অপরাহ্ণ
পীরগঞ্জে ’৭১’র শহীদ পরিবার ও যুদ্ধাপরাধীদের নামের তালিকা প্রকাশের দাবি

আব্দুল করিম সরকার, পীরগঞ্জ (রংপুর) : রংপুরের পীরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামীলীগ কিংবা প্রশাসনের হাতে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের তালিকায় অনেকের নাম নেই বলে জানা গেছে। স্বাধীনতার পর দীর্ঘ ৪৩ বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত পাকিস্তানীদের দালাল রাজাকার বা যুদ্ধাপরাধীর কোনো পূর্ণাঙ্গ তালিকা ও মুক্তিযুদ্ধে বিভিন্ন স্থানে যুদ্ধ পাকিস্তানী দালালদের অত্যাচারে অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা এবং শহীদ হয়েছেন এমন পরিবারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হয়নি বলে জানা গেছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মাধ্যমে জানা গেছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন ১২ জন তারা হলেন ডা: আকবর আলী (বাশপুকুরিয়া), শসাংক ভূষণ রায়, শামসুন্নাহার (চতরা), বাবু শিরিশ চন্দ্র সাহা(মাদারগঞ্জ),সূর্য চৌকিদার(কাশিমপুর), আবু তাহের(পঁচাকান্তর), শাহ আবুল কালাম(মকিমপুর), শহীদ ইব্রাহিম(জগন্নাথপুর), দেলবর হোসেন(বাজিতপুর), রাজা মিয়া(সুজার কুঠি), রাজ্জাক মাষ্টার(সুজার কুঠি), আবুল হাকিম(রওশনপুর), সহ আরো অনেকে। এদের মধ্যে বাঁশপুকুরিয় গ্রামের ডা: আকবর আলী ও খালাশপীর হাটের ডা: ভূষণ চন্দ্র সরকারকে বড় আলমপুর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান কুখ্যাত পাকিস্তানের দালাল আব্দুল গফুর মুক্তিযুদ্ধ চলাকালীন সমায়ে সুকৌশলে পাকিস্তানীদের হাতে তুলে দিলে তারা আর ফিরে আসে নি। পরে পাকিস্তানের দালাল আব্দুল গফুর কে মুক্তিযোদ্ধা কমান্ডো গ্রুপ তাকে হত্যা করে । এ ধরনের অনেক শহীদের নাম তালিকাভূক্ত হয়নি।’৭১ সালের ৭ ডিসেম্বর দুপুরে চতরার রাজাকার ক্যাম্পের উপর মিত্র বাহিনীর বিমান হামলা করায় তৎকালীন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী শামসুন্নাহার শহীদ হয়। ওই হামলায় রাজাকার নজের হোসেন খানের কন্যা শিউলি খাতুন অহত হয়। এবিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মমিন আকন্দ জানান আমরা খুব শীঘ্রই এ উপজেলার ’৭১’র যুদ্ধাপরাধীদের নামের তালিকা প্রকাশ করব যাতে করে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা এ বিষয়ে জানতে পারে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!