পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ইউএনও’র হস্তক্ষেপে আরও একটি বাল্য বিয়ে বন্ধ হলো। এ নিয়ে ৩টি বাল্য বিয়ে বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাত ১১টায় জিরবুনিয়ায় সাবেক ইউপি সদস্য মঙ্গ্ল গাইনের বাড়ীতে বয়ারভাঙ্গা গ্রামের কার্তিক চন্দ্রের সপ্তম শ্রেণী পড়–য়া কন্যা এবং দুপুরে উপজেলার নোয়াকাটি গ্রামের সোবহান পাড়ের স্কুল পড়–য়া নাবালিকা কন্যা ও মাগুরা দেলুটি গ্রামের গোলাম মোস্তফার কন্যার বিয়ের আয়োজন করা হয়। বিষয়টি এলাকাবাসী ও শিশু অধিকার সংরক্ষণ ও সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের মাধ্যমে জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবিরউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করে ৩টি বাল্য বিয়ে বন্ধ করেন।

পাইকগাছায় এমপি নুরুল হকের সাথে ব্যবসায়ী প্রতিনিধিদের মতবিনিময়
খুলনার পাইকগাছায় স্থানীয় এমপি এ্যাডঃ শেখ মোঃ নুরুল হকের সাথে ব্যবসায়ী প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এমপি এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গাজী রফিকুল ইসলাম, মুকিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গী, এমপি পুত্র শেখ মনিরুল ইসলাম, আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন, কাউন্সিলর শেখ আনিছুর রহমান মুক্ত, শেখ মাহবুবর রহমান রঞ্জু, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, এ্যাডঃ সমীর বিশ্বাস, এ্যাডঃ শেখ আব্দুর রশীদ, এ্যাডঃ অজিত কুমার মন্ডল, এ্যাডঃ বিলাস রায়, ব্যবসায়ী দাউদ শরীফ, উত্তম সাধু, মনোহর চন্দ্র সানা, এস,এম, মোজাম্মেল হক, আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক, লিয়াকত আলী, পবিত্র মন্ডল, শেখ জিয়াদুল ইসলাম সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ। সভায় স্থানীয় ব্যবসায়ীরা প্রধান অতিথির কাছে শহর রক্ষা বাঁধ, ফায়ার সার্ভিস স্টেশন, স্টেডিয়াম, বাস টার্মিনাল স্থাপন, পৌর বাজারের ৫টি মার্কেট পৌর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর ও পৌর বাজারের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার দাবী জানালে সকল দাবীর সাথে একমত পোষণ করে পর্যায়ক্রমে সকল দাবীগুলো বাস্তবায়নের আশ্বাস দেন এমপি নুরুল হক।

পাইকগাছায় সাংবাদিক বিভূতির মায়ের পরলোকগমন
খুলনার পাইকগাছায় সাংবাদিক বিভূতি ভূষণ ঢালীর মাতা কালীদাসী (৮০) আর নেই। তিনি সোমবার গভীর রাতে বার্ধক্যজনিত কারণে উপজেলার লস্কর গ্রামে নিজ বাড়ীতে পরলোকগমন করেন। মঙ্গলবার সকালে পারিবারিক শ্মশানে দাহ সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি এক পুত্র, নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। সাংবাদিক মাতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাইকগাছা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
