দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পরীক্ষা দিতে না পারায় নাফিস আহমেদ (১৩) নামে এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ১ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাফিস ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে। সে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র। পুলিশ মঙ্গলবার সকালে নিহত স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নাফিস সোমবার বার্ষিক পরীক্ষায় অংশ নেয়ার জন্য স্কুলে গেলে স্কুলের শিক্ষকরা পরীক্ষার ফিস ও বেতন না দেয়ার কারনে তাকে পরীক্ষার কক্ষ থেকে বের করে দেয়। পরে সে বাড়ি গিয়ে কাউকে কিছু না বলে ওইদিন সন্ধ্যা রাতের দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি গাছে গলায় ফাঁশ দিয়ে অত্মহত্যা করে। বাড়ির লোকজন ও এলাকাবাসী নাফিসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, নিহত স্কুলছাত্রের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
