ঝালকাঠি প্রতিনিধি : বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় ঝালকাঠির কাঠালিয়ার পাটিখালঘাটায় মঙ্গলবার সকালে জলবায়ূ পরিবর্তন বিষয়ক পৃথক ২টি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ড্রীম, বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করেন। অস্ট্রেলিয়ার সিইপিএইচ গ্রিফিথ ইউনিভাসিটির ডেপুটি ডিরেক্টর ড. শ্যানন রাদার ফোর্ড এতে প্রধান অতিথি ছিলেন। অন্যদের মধ্যে অস্ট্রেলিয়া সিইপি এইচ গ্রিফিথ ইউনিভাসিটির গবেষক ড. মোঃ জহিরুল ইসলাম, ড্রীম বাংলাদেশের নির্বাহী পরিচালক খন্দকার হুমায়ুন কবির, কো-অডিনেটর মনির আলম চৌধুরী উপস্থিত ছিলেন। কর্মশালায় বহু মূখী জন কল্যান সংস্থা (বিজেএস) এর নির্বাহী পরিচালক মোঃ মাসউদুল আলম সমন্বয়কারীর দায়ীতাব পালন করেন। প্রথমে পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, কাজি ব্যবসায়ীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে উপজেলার আমুয়া হাসপাতাল সভা কক্ষে চিকিৎসক, প্রকৌশলী, শ্যাকমো ও ম্যাকানিজ নিয়ে কর্মশালায় অংশ নেন। কর্মশালা শেষে উপজেলার আনইলবুনিয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরে এ এলাকার একশ পরিবাররের উপর বেইজ লাইন সার্ভে করা হবে।
