ads

মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০১৪ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওয়ানডেতেও হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২, ২০১৪ ১:৩৬ অপরাহ্ণ

CRICKET-BAN-ZIMশ্যামলবাংলা স্পোর্টস : টেস্ট সিরিজের পর এবার ওয়ানডেতেও হোয়াইটওয়াশ হলো সফরকারী জিম্বাবুয়ে। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১ ডিসেম্বর সোমবার জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে ৫-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে পঞ্চম ও শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩০ ওভারে ১২৮ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা। ভুসি সিবান্দা করেন ৩৭ রান। এ দুই ব্যাটসম্যান ছাড়া সফরকারীদের আর কোন ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পারেননি।
বাংলাদেশের পক্ষে এ ম্যাচের মধ্য দিয়ে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৭ ওভার হাত ঘুরিয়ে হ্যাট্রিকসহ ১১ রানের বিনিময়ে নিয়েছেন ৪টি উইকেট। এছাড়া অলরাউন্ডার সাকিব আল হাসান ৩০ রানে ৩টি, লেগ স্পিনার জুবায়ের হোসেন ৪১ রানে ২টি ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ২৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।
১২৯ রানের সহজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়লেও শেষ পর্যন্ত মাহমুদুল্লার অর্ধশতকের ইনিংসে ভর করে ২৪ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান করে কাঙ্খিত জয় নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ। এছাড়া সৌম্য সরকার করেন দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান।
একদিনের ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেকেই হ্যাট্রিকসহ ৪ উইকেট নেওয়া তাইজুল ইসলাম ম্যাচের সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন। আর ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম।
এর আগে তিন ম্যাচের টেস্ট সিরিজেও বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ৩০ ওভারে ১২৮ (মাসাকাদজা ৫২, রাজা ৯, সিবান্দা ৩৭, টেইলর ৯, মায়ার ৯, মারুমা ১, চিগুম্বুরা ৩*, পানিয়াঙ্গারা ০, নিউম্বু ৩, চাটারা ০, কামুনগোজি ২; তাইজুল ৪/১১, সাকিব ৩/৩০, জুবায়ের ২/৪১, মাশরাফি ১/২৩)
বাংলাদেশ: ২৪.৩ ওভারে ১৩০/৫ (তামিম ১০, এনামুল ৮, সৌম্য ২০, মাহমুদুল্লাহ ৫১*, সাকিব ০, মুশফিক ১১, সাব্বির ১৩*; চাটারা ৩/৪৪, পানিয়াঙ্গারা ২/৪৯)।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!