কুষ্টিয়া প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহতের জেরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে ভাঙচুর ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ অফিসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. কামাল উদ্দিনকে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যন্য সদস্যরা হলেন- প্রফেসর ড. রুহুল কুদ্দুস মো. সালেহ, প্রফেসর ড. মাহবুবুল আরফিন, প্রফেসর ড. মো. ইকবাল হুসাইন ও প্রফেসর ড. আব্দুস সাহিদ মিয়া। কমিটির সদস্য সচিব করা হয়েছে উপ-রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফকে।
ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণসহ ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে ২১ দিনের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ইবির প্রধান ফটকে রবিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা বাসের চাপায় তৌহিদুর রহমান টিটু (২১) নামে বায়োটেক অ্যান্ড জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্র নিহত হন। ওই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের পরিবহনসহ ৪০টি গাড়িতে আগুন এবং প্রশাসনিক ভবনে ভাঙচুর চালান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ৮ ছাত্র আহত হন।
সংঘর্ষের ওই ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশ দেয় কর্তৃপক্ষ। ছাত্রদের রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে সোমবার ভোর ৬টা পর্যন্ত নির্ধারণ করা হয়।
এদিকে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নসহ জেলার পাঁচ শ্রমিক সংগঠন অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করেছে। রবিবার দুপুর থেকে কুষ্টিয়ার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
তাই সোমবার সকাল ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হলেও ধর্মঘটের কারণে কোনো যানবাহন চলাচল না করায় তারা চরম বিপাকে পড়ছেন।
কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহতের জেরে যানবাহনে আগুন দেওয়ার প্রতিবাদে কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতিসহ পাঁচটি সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।
ধর্মঘটের কারণে সোমবার সকাল থেকে জেলার সব রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি আতাহার আলী জানান, ছাত্র নিহতের জেরে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা প্রায় ৪০টি বাস পুড়িয়ে দেয় শিক্ষার্থীরা। এতে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে।
ক্ষতিপূরণ না পাওয়া ও দোষী ছাত্রদের বিচার না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তিনি।
