আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : মঙ্গলবার বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন দিন ব্যাপি মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেল ও পুলিশের সহযোগীতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় আড়াই কেজি গাঁজা উদ্ধার সহ ৬ সেবনকারী ও বিক্রেতাকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
পুলিশ জানান, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান পূর্বপাড়ার এনামুল হককে ৬ মাস, দুপচাঁচিয়ার মালিপাড়া গ্রামের পবন কুমার দাসকে ৯ মাস, নওগাঁর বাগবাড়ী গ্রামের আনোয়ার হোসেন ও জুয়েলকে ১ বছর করে, ভবানীপুর গ্রামের আতোয়ার রহমানকে ৯ মাস ও সান্তাহার ইয়ার্ড কলোনীর শাহিনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
