ads

মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০১৪ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অভিষেকেই তাইজুলের হ্যাটট্রিকের বিশ্বরেকর্ড

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২, ২০১৪ ১:৩০ অপরাহ্ণ

Taijulশ্যামলবাংলা স্পোর্টস : রেকর্ডের বরপুত্র হয়েই কি বাংলাদেশের ক্রিকেটে আবির্ভাব হয়েছে তাইজুল ইসলামের? বোধহয় তাই-ই, টেস্টে দেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট-শিকারের কীর্তি নিজের করে নেওয়ার পর একদিনের ক্রিকেটে অভিষেকেই দারুণ এক হ্যাটট্রিকে গুঁড়িয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুলের এই হ্যাটট্রিকের মাহাত্ম্য অন্যরকম। এমন গৌরব ক্রিকেট ইতিহাসে আর কোনো ক্রিকেটারই দেখাতে পারেননি। অনেক রথী-মহারথীর আগমণ ঘটেছে ক্রিকেটে। অনেকে অনেক রেকর্ড করে ইতিহাসের পাতা সমৃদ্ধ করে তুলেছেন। সবার ওপরে এখন শুধুই তাইজুল ইসলাম। ক্রিকেট ইতিহাসে অভিষেকেই হ্যাটট্রিকের রেকর্ড গড়ে ফেলা প্রথম ক্রিকেটার।
জিম্বাবুয়ের পানিয়াঙ্গারাকে বোল্ড, জন নিয়াম্বুকে এলবিডব্লিউ এবং তেন্দাই চাতারাকে বোল্ড করে ওয়ানডে ক্রিকেটে ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশের স্পিনার। এর আগে বাংলাদেশের পক্ষে আরও তিনটি হ্যাটট্রিকের ঘটনা ঘটেছে। শাহাদাত হোসেন, আবদুর রাজ্জাক এবং রুবেল হোসেন হ্যাটিট্রক করার গৌরব অর্জন করেছিলেন। তবে কেউই অভিষেকে নয়। এমনকি বিশ্বের আর কোন বোলার অভিষেকে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করতে পারেননি। এ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৩৬টি (তাইজুলের হ্যাটট্রিকসহ) হ্যাটট্রিকের ঘটনা ঘটেছে।
এর মধ্যে শ্রীলংকার লাসিথ মালিঙ্গাই সর্বোচ্চ তিনবার এই কীর্তি গড়েছিলেন। এছাড়া পাকিস্তানের ওয়াসিম আকরাম, শ্রীলংকার চামিন্দা ভাস দু’বার করে হ্যাটট্রিকের গৌরব অর্জন করেন। কিন্তু কেউই অভিষেকে এই গৌরব অর্জন করতে পারেননি, যেটা পারলেন বাংলাদেশের তাইজুল ইসলাম।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের পুরোটাই খেলেছিলেন তাইজুল। ঢাকা টেস্টে আবার দেশের হয়ে রেকর্ডও গড়েছিলেন তিনি। সাকিব আল হাসানকে টপকে এক ইনিংসে সর্বোচ্চ ৮ উইকেট নেওয়ার কৃতিত্ব এখন শুধুই এই বাঁহাতি স্পিনারের। কিন্তু ওয়ানডে সিরিজের প্রথম চার ম্যাচেই ছিলেন সাইডলাইনে। অবশেষে শেষ ম্যাচে এসে সুযোগ পেলেন প্রথমবারের মতো ওয়ানডে ক্যাপ পরার। সুযোগ পেয়েই বাজিমাত করলেন। চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে রেকর্ড গড়লেন গৌরবময় হ্যাটট্রিকের।
জিম্বাবুয়েকে ১২৮ রানের মধ্যে বেধে ফেলার ক্ষেত্রে সবচেয়ে বড় কৃতিত্ব তাইজুল ইসলামের। ২৭তম ওভারে সলোমন মিরেকে আউট করে অভিষেকটা স্মরণীয় করে রাখার প্রথম ধাপ শুরু তাইজুলের। একই ওভারের শেষ বলে বোল্ড করে ফেরান পানিয়াঙ্গারাকে। ২৯ ওভারে বল করতে এসেই প্রথম বলে এলবির ফাঁদে ফেলেন নিয়াম্বুকে। দ্বিতীয়টিই ছিল কাংখিত মাইলফলকে পৌঁছার বল। বোল্ড করলেন তেন্দাই চাতারাকে। হয়ে গেল ইতিহাস। বোলিং ফিগার ৭-২-১১-৪।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!