মেহেরপুর প্রতিনিধি : শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর সরকারি কলেজ পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে জেলা ছাত্রলীগ। সোমবার দুপুর সাড়ে ১২টার সময় মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন। জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল রানা, কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সম্পাদক কুদরত ই- খোদা রুবেল সহ কলেজের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ গ্রহন করে ।

বক্তারা বলেন, কলেজ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে এক সাথে এগিয়ে আসতে হবে।
