আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায়া সীমান্তে বিজিবির কাছে ৬জন বাংলাদেশি নারী-শিশুকে হস্তান্তর করেছে বিএসএফ। রবিবার সন্ধ্যায় উপজেলার চান্দুড়িয়া বিওপির বিজিবির কাছে তাদেরকে হস্তান্তর করে বিএসএফ। জানা গেছে, রবিবার সকালে নড়াইলের কালিয়া উপজেলার কুলদর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী ফিরোজা খাতুন (৩৫) ও তার দুই শিশুপুত্র আকাশ হোসেন (১২) ও রিয়াজ শেখ (৫), একই উপজেলার জামডিলডাঙ্গা গ্রামের দেলবার শেখের স্ত্রী আনজু বেগম (৪০), আজাহারুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (২৩), শিশু পুত্র আল-আমিন (২) অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের গোবরা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে রবিববার সন্ধ্যায় অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বাংলাদেশি নারী-শিশুকে চান্দুড়িয়া বিওপির বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এঘটনায় কলারোয়া থানায় মামলা (নং-২১) হয়েছে বলে জানা গেছে।
