এস,এম,তারেক নেওয়াজ, হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে স্থানীয় কৃষি বিভাগের উদ্যোগে চর-পুমদি ব্লকে রোপা আমনের (ব্রি-ধান ৫৪) মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ৩০ নভেম্বর রবিবার দুপুরে উপজেলার রামপুর বাজার সংলগ্ন আর্দশ কৃষক সাইফুল ইসলামের উঠানে আয়োজিত শষ্য কর্তনের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতাল আহম্মেদ। বক্তব্য রাখেন- উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাম্মি আক্তার,গণমাধ্যম ব্যক্তিত্ব মোঃ জাহাঙ্গীর আলম,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলিমুল শাহান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা হারুনর রশিদ ঢালী, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আব্দুল কাদের, আদর্শ কৃষক সাইফুল ইসলাম,মুসনুর,শাহাব উদ্দিন, শফিকুল, রাজন, রাসেল প্রমূখ। পরে ওই ব্লকের উৎপাদিত ব্রি ধান ৫৪ পরিমাপ করে দেখা যায় এ বছর একর প্রতি ফলন হয়েছে ৫০ মন।
