মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ৩০ নভেম্বর রবিবার ৩১ হাজার ১শ’ টাকার জাল নোটসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে এসআই এনামুল হক ও এএসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রাইগাঁ ইউনিয়নের আঁতুড়া গ্রামের মো রিয়াজ উদ্দিনের ছেলে সোহেল রানাকে (৩০) তার বাড়ি থেকে জাল টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত যুবকের শয়ন ঘরের খাটের তোষকের নিচ থেকে পুলিশ এক হাজার টাকার ১০টি, ৫শ’ টাকার ৪২টি এবং ১শ’ টাকার ১টি জাল নোট উদ্ধার করে। পুলিশ জানায়, সোহেল রানা দীর্ঘদিন ধরে জাল টাকা ও হেরোইসহ নানান মাদকের ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
