কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে এক মেম্বার ভিজিএফের চাল নিয়ে ভোটের রাজনীতি করায় তালিকাভুক্ত ৮ জন দুঃস্থ ভিজিএর্ফে চাল থেকে বঞ্চিত হয়েছেন। এ ব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের (বরণডালী) বাসিন্দা আলমগীর হোসেন, নাজিম সরদার , আব্দুস সামাদসহ ৮ জন দুঃস্থ পুরুষ মহিলা গত ঈদুল ফিতর উপলক্ষে সরকারের ভিজিএফ তালিকাভুক্ত হয়ে ১০ কেজি করে চাল পান। নিয়মানুযায়ী ওই তালিকায় ঈদুল আযহায়ও ভিজিএফ চাল পাবার কথা। কিন্তু ওই ওয়ার্ডের মেম্বার দুর্নীতি ও স্বজনপ্রীতি করে তালিকাভুক্তদের বাদ দিয়ে এসএসজি বরণডালী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবকদের মাঝে এ চাল বিতারণ করেছেন। ভিজিএফ চাল বঞ্চিত গৌর পাল জানান, ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে মেম্বার আলমগীর হোসেন ডালু প্রতিদ্বন্দ্বীতা করছেন। এজন্য ভোটের আশায় তিনি তালিকাভূক্তদের বাদ দিয়ে ধর্ণাঢ্য অভিভাবকদের মাঝে চাল বিতরণ করেছেন ।
এব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আলমগীর হোসেন ডালু বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। দুঃস্থরাই চাল পেয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাঈদ মোমেন মজুদার সাংবাদিকদের জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।