ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে ও হরতাল প্রত্যাখান করে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা আওয়ামালীগের সিনিয়র সহ-সভাপতি রেজাইল রহিম লালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পাবনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম সাইদুল হক চুন্নু, জেলা যুবলীগের সভাপতি শরীফ প্রধান, জেলা ছাত্রলীগের সভাপতি আহম্মেদ শরীফ ডাবলুসহ অনেকে।