মেহের আমজাদ , মেহেরপুর : জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদির মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদন্ডের প্রতিবাদে সারাদেশের ন্যায় মেহেরপুরেও সকাল-সন্ধা হরতাল চলছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে হরতালের কারনে দূরপালা ও আন্তঃজেলা সকল পরিবহণ চলাচল বন্ধ রয়েছে। পরিবহন চলাচল বন্ধ থাকায় সাধারন যাত্রীরা চরম দূর্ভোগে পড়েছে। তবে ছোটখাটো যানবাহন (নছিমন, করিমন, আলগামন) চলাচল করছে। অফিস-আদালত, স্কুল-কলেজ, দোকানপাট খোলা রয়েছে। হরতালের পক্ষে-বিপক্ষে কাউকে কোন মিছিল মিটিং কিংবা পিকেটিং করতে দেখা যায়নি। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, হরতালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মেহেরপুরে ৪ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন
“কর সেবায় কর বিভাগের আশ্বাস, নিশ্চিত হোক করদাতাদের আস্থা ও বিশ্বাস” এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুরে ৪ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আয়কর অফিস কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. মিয়াজান আলী। মেহেরপুর কর সার্কেলের সহকারী কর কমিশনার অনিমেষ চন্দ্র দাসের সভাপতিত্বে মেলার উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ইব্রাহিম শাহিন, পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল¬ব ভট্রাচার্য, সদর থানা আওয়ামীলীগের সভাপতি জেলা শিল্প ও বণিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম রসুল ,জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জেলার সেরা করদাতা আব্দুস সামাদ বাবলু বিশ্বাস , জেলার সেরা করদাতা কার্জন আহম্মেদ । উদ্ধোধন অনুষ্ঠানে জেলার কর দাতারা মেলায় অংশ গ্রহন করেন। চলতি ২০১৪-১৫ অর্থ বছরে মেহেরপুর জেলায় আয়করের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১০ কোটি টাকা। এসময় আয়কর প্রদানের মাধ্যমে দেশ ও দেশের সমৃদ্ধি লক্ষে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান বক্তারা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শামীম জাহাঙ্গীর সেন্টু ।