মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার আমডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সেফটি টেংকি থেকে নিখোঁজের চারদিন পর স্কুলছাত্রের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম মো: জুয়েল শেখ (১৫)। সে মধুখালী উপজেলার আমডাঙ্গা গ্রামের মো: রইস উদ্দিন শেখের পুত্র ও আমডাঙ্গা কাজী ফরিদা সিরাজ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্র ছিল। নিহতের পরিবারের সদস্যরা জানায়, সোমবার সন্ধ্যা থেকে জুয়েল নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে বিষয়টি মধুখালী থানা পুলিশকে জানানো হয়। পুলিশ জুয়েলের দুই বন্ধু আকাশ (১৫) ও সজীব (১৬) কে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যার রহস্য বেরিয়ে আসে।আকাশ ও সজীবের ভাস্যমতে, সোমবার সন্ধ্যা রাতে আমডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বারেন্দায় আড্ডা দেয়ার এক পর্যায়ে বন্ধুদের মধ্যে মোবাইল ফোন দেখা নিয়ে ঠেলাঠেলির এক পর্যায়ে হাতাহাতি হয়। এসময় হঠাৎ করেই জুয়েল নিস্তেজ হয়ে হয়ে পড়ে এবং মারা যায়। অপর বন্ধুরা কিংকর্তব্যবিমুঢ় হয়ে ও আত্মরক্ষার্থে জুয়েলের মৃতদেহ আমডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সেফটিটেংকিতে ফেলে দেয়।
পুলিশ আকাশ ও সজীবের ভাস্যঅনুযায়ী বৃহস্পতিবার দুপুরে সেফটিটেংকি থেকে জুয়েলের গলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠায়। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ জানান, এঘটনায় একটি হত্যা মামলা দায়ের ও আটক দুই বন্ধুকে গ্রেফতার দেখানো হয়েছে।